বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বুধবার, ২৬ জুলাই বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক মামলার রায় ঘোষণা করেন। এতে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আশরাফ আলীর বাড়ি উপজেলার রতরপুর গ্রামে। তিনি পলাতক রয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মো মুখলেছুর রহমান জানান, ২০০৫ সালের ১৫ মে দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে নৌকায় করে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়।
এ ঘটনায় মাহমুদা আক্তার রেনুর ভাই আইয়ূব আলী বাদি হয়ে ৬ জনকে আসামি দিয়ে ২৯ মে আদালতে একটি হত্যা মামলা আবেদন করেন।
বিচারক মামলার আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন।
বানিয়াচং থানার তৎকালীন এস আই সিরাজুল ইসলাম ও পরে এস আই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। মামলায় ৯ সাক্ষী সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।
রায়ে সন্তুষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আইন সবার জন্যই সমান।
এর মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply