হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ২০২০-২১ অর্থ বছরের জন্য ২ কোটি ৪০ লাখ ২৫ হাজার ২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার সকালে সীমিত লোকজন নিয়ে এক উন্মুক্ত সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস এ বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান, সামজসেবক আলী আক্তার চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী ও সাংবাদিক এস এম সুরুজ আলী। পরিচলনায় ছিলেন, আমিরুল ইসলাম আখনজী।
Leave a Reply