হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রত্না বাজারে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার দিয়ে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো শরীফ উল্লাহ ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মধ্যে বিরোধ চলছে। এনিয়ে একাধিকবার তাদের মাঝে সংঘর্ষ ঘটে। এই বিরোধের জের ধরেই আবার সংঘর্ষ হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দুইপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, ফের সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply