হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুক আনছারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তাবেদুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, আহাদ মিয়া, আব্দুল কুদ্দুছ শামীম ও ফজলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, ও জালাল উদ্দিন খন্দকার, মাখন পাল, ইদ্রিছ মিয়া, এইচ এম জাহির, কাজী মুক্তার হোসেন, হাবিবুর রহমান মনু মিয়া, আব্দুর রউফ, কামরুজ্জামান আনছারী, প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, আব্দুল হেকিম ফুল মিয়া, ইউপি মেম্বার আলাউদ্দিন, জাহির মিয়া ও কাজী জানে আলম, সাবেক মেম্বার মোতাহের, সবুর মিয়া ও আব্দুর রহমান আনছারী, নূরুল ইসলাম, নূরুল হুদা, ফারুক হোসেন বেলু, টিপু সুলতান চৌধুরী ও বাবুল চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, এলাকার উন্নয়নের বিষয় নিয়ে তার কাছে তদবির করতে হয় না।
Leave a Reply