বানিয়াচং প্রতিনিধি : সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরে হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা বানিয়াচংয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন।
সোমবার বানিয়াচং উপজেলা পরিষদ সভা কক্ষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন এবং পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, চ্যানেল এস ইউকের উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, আনোয়ার হোসেন ও কাওসার আহমেদ।
Leave a Reply