হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তাদানে উদ্ধুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুফিয়া মতিন মহিলা কলেজে আয়োজিত এ সেমিনারে অংশ নেয় সাড়ে ৪শ ছাত্রী। সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব হবিগঞ্জের সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান শামীম। রোটারিয়ান পিপি শামীম আহছানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান আতাউর রহমান পীর। বিশেষ অতিথি ছিলেন, সুফিয়া মতিন মহিলা কলেজে গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন খান, প্রতিষ্ঠাতা সভাপতি পিপি রোটারিয়ান রেজাউল মোহিত খান, ডিস্ট্রিক্ট ব্লাড গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান পিপি শফিকুল বারী আউয়াল ও বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেখাছ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান সেলিম খান, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সালামত আলী খান, পিপি রোটারিয়ান বাদল রায়, পিপি রোটারিয়ান সুদীপ কুমার বণিক, পিপি রোটারিয়ান ফজলুর রহমান লেবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোদারিছ আলী টেনু, সেক্রেটারি রোটারিয়ান তানভীর হাসান শ্যামল, রোটারিয়ান হাফিজুর রহমান।
অনুষ্ঠানে ব্লাড গ্রুপিং কর্মসূচিতে অংশ নেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশীষ কুমার, হাসির সভাপতি কামরুজ্জামান রুবেল ও অন্যান্য সদস্য।
Leave a Reply