হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন।
ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তারা বর্বরোচিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও জানান।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চাঁনপাড়ার পাঁচমহল্লা ছান্দের সর্দার আব্দুর রশিদ মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমান, চাঁনপাড়া মহল্লার সাবেক সর্দার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন লাল মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, আব্দুল ওয়াদুদ মেম্বার, তোপখানা মহল্লার সর্দার হাফিজ উদ্দিন, আব্দুর রউফ মিয়া, মাহমুদ মেম্বার, রিয়াজ উদ্দিন, তকবির মিয়া, ওয়েস আলী, জয়নাল মিয়া ও জিয়াউল হক।
বক্তারা অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ মে জামায়াতে ইসলামী নেতা ইকবাল বাহারের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় এবং বীর মুক্তিযোদ্ধার ছোটভাই সেরুজ্জামান খান বাচ্চুকে মারাত্মক আহত করে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন।
Leave a Reply