হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ভাঙারির মালামাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার দুপুরে এই সংঘর্ষ ঘটে। এতে নিহত মোশাহিদ মিয়ার পিতা সবুর মিয়া ও ভাই মজম্মিল মিয়া সহ উভয় পক্ষে ৩০ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন হাসপাতাল পরিদর্শন করেছেন।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় দত্তপাড়া গ্রামের কাদির মিয়ার ভাঙারির দোকান আছে। এই দোকানের কর্মচারী হাফিজুল মিয়া মালিকের অগোচরে দোকান থেকে কিছু ভাঙারির মালামাল সরিয়ে ফেলে। এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরেই সবুর মিয়া ও হাফিজুল মিয়ার স্বজনরা দত্তপুর বেরীবাঁধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহতদের একজন মোশাহিদ মিয়া হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ওসি আরও জানান, এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Leave a Reply