হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের মিজানুর রহমান ও ওয়াহিদ মিয়ার মধ্যে বাড়ির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহিদ মিয়া নামের একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply