হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের সদস্যরা দুজনের মরদেহ উদ্ধার করেন।
এ দুই শিশু হচ্ছে, গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)। বড়ইউড়ি ইউপি মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেল থেকে শিশু সালমান মিয়া ও তায়েব মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply