হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে একজন সাবেক ও একজন বর্তমান ইউপি মেম্বারের আধিপত্য বিস্তাারে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতদের মাঝে ৩১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের সাবেক মেম্বার এখলাছ উদ্দিন ও বর্তমান মেম্বার গোলাপ মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে রবিবার সকাল ১১টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ মো মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
Leave a Reply