হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ, হাইজিন, কিটস ও রশি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মন্দরী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল ৪০০ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৪ হাজার ৫০০ টাকা এবং হাইজিন, কিটস, ত্রিপল ও রশি বিতরণ করে।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) যোয়াকিম গমেজ, পরিচালক (প্রোগ্রামস) সুক্লেশ জর্জ কস্তা, সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ মিজানুর রহমান মিজান।
এর আগে মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়নে একই রকম সহায়তা বিতরণ করা হয়।
Leave a Reply