হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক স্কুলছাত্রী সহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ঘরের আঙিনায় রান্না করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী তারিন (১৫)। সে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে এবং সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
এছাড়া দৌলতপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান একই গ্রামের শ্রমিক মিজানুর রহমান (৫২)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মিজানুর রহমানের ও জহির মিয়া তার মেয়ে তারিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply