হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিনামূল্যে ৪ শতাধিক প্রান্তিক চাষীর মাঝে বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বানিয়াচং সরকারি জনাব আলী কলেজ মিলনায়তনে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড মো হাবিবুর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন, হবিগঞ্জ জেলা সভাপতি হুমায়ুন কবির রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, জেলা কৃষক লীগ নেতা সঞ্জয় রায়, আব্দুর রউফ, মহিবুর রহমান তালুকদার কাউছার ও সামাল হোসেন। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোজাহিদ আলী। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শামছুল হক ঠাকুর সেবুল।
পরে নেতৃবৃন্দ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply