হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছেলে নিজেই ৬৫ বছর বয়সী মাকে হত্যা করেছে।
এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। ঘাতকপুত্র মোহাম্মদ আলী আদালতে এই জঘন্য অপরাধের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
আদালত পরিদর্শক আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে আরো জানান, হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে মোহাম্মদ আলী বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া জবানবন্দিতে স্বীকার করে, তার চাচাতো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্যে বুধবার সকালে বাড়িতে শালিস বসে। এতে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের মধ্যে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা হয়। এ সময় প্রতিপক্ষ চাচাতো ভাই কাদির মিয়াকে ফাঁসাতে টেটা দিয়ে সে মাকে আঘাত করে। এতে কিছুক্ষণের মধ্যেই তার মা গোলাপজান বিবি মারা যান।
মোহাম্মদ আলী জানায়, এরপর সে তার মাকে কাদির মিয়ার পক্ষ হত্যা করেছে বলে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে ও গ্রেফতার এড়াতে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এই সুযোগে তার নানাবাড়ির আত্মীয় মন্নর আলী, সফর আলী ও আশিক মিয়ার নেতৃত্বে তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, পুলিশ সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করছে।এতে যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদ আলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply