হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩ দিনে ৩শ দরিদ্র-অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
সর্বশেষ শুক্রবার পশ্চিম পুকড়া, শ্যামপুর, ঝিটকা, পূর্ব পুকড়া, নোয়াগাঁও ও আহম্মদপুর গ্রামে ৯০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সকালে বালিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম পুকড়া, শ্যামপুর ও ঝিটকা গ্রামের ৪৫টি পরিবারকে ৪ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম খেজুর ও ১০০ গ্রাম গুঁড়ো দুধ দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, আসকর আলী, মাওলানা শামীম, সংগঠনের প্রতিনিধি মো রুহুল আমিন চৌধুরী, স্বেচ্ছাসেবক জিয়াউর রহমান, শিক্ষক কাঞ্চন কুমার শীল, সুব্রত কুমার চৌধুরী, মো নাজমুল ইসলাম, মো মুখলিছ মিয়া, সোহেল রহমান ও ফাহাদ চৌধুরী।
পরে পূর্ব পুকড়া মাদরাসায়ে নূরে মদিনায় পূর্ব পুকড়া, নোয়াগাঁও ও আহম্মদপুর গ্রামের আরো ৪৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply