হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দু দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নাগুরা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান।
নাগুরা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো শরীফ উল্ল্যার সভাপতিত্বে ও পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যুগ্মসাধারণ সম্পাদক এ কে ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা অসিত রঞ্জন দাস, ডা দেবাশীষ দাশ, আয়োজক সংগঠনের সহসভাপতি নূরুল আবেদীন স্বপন, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী রাকিব খান রাজা, অসিত কুমার দাশ সুমন, রুহুল আমিন চৌধুরী ও জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়নে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে। ইতঃপূর্বে বিতরণ করেছে টিউবওয়েল, হুইল চেয়ার, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী। করোনার সময় ইউনিয়নের দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে। এছাড়াও ঈদ ও পূজাতে উপহার সামগ্রী বিতরণ করে থাকে।
তিনি সংগঠনের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুর রহমান আবিদ ও সাংগঠনিক আলী আসকর সহ সদস্যদের প্রশংসা করেন।
Leave a Reply