হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে পিতার ট্রলি বোঝাই করে আনা মাটির নিচে চাপা পড়ে ৭ বছরের কন্যাসন্তান প্রাণ হারিয়েছে।
ট্রলিচালক রুমন মিয়ার স্ত্রী লাইজু আক্তার ও মেয়ে নাদিয়া আক্তারকে নিয়ে ছোট্ট সংসাস। যা আয় তাই দিয়ে ভালই চলছিল দিনকাল। তারউপর পিতা আব্দুল বারিকের নিকট থেকে একখণ্ড জমি পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন রুমন মিয়া। পরিকল্পনা করেন সেই জমিতে নতুন বাড়ি করার। তাই হাওর থেকে ট্রলি দিয়ে মাটি এনে ভিটা তৈরি করছিলেন।
শনিবার দুপুরে ট্রলি দিয়ে হাওর থেকে মাটি নিয়ে আসেন রুমন মিয়া। সঙ্গে ছিল আদরের কন্যা নাদিয়া আক্তার; কিন্তু ভিটায় ফিরে আসার পর পিতা যখন ট্রলি থেকে মাটি নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন কন্যা পিতার অলক্ষ্যে নিচে নেমে যায়। ফলশ্রুতিতে ট্রলির উপর থেকে পিতার ফেলা মাটির নিচে চাপা পড়ে যায় কন্যা। এতে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে; কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
নাদিয়া আক্তার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply