হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও জনপ্রতিনিধি সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জমি দখলকে কেন্দ্র করে উপজেলা সদরের কাছাকাছি দোয়াখানী ও প্রথমরেখ গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে দোয়াখানী গ্রামের ছামির উদ্দিনকে রাস্তায় মারপিট করে প্রথমরেখ গ্রামের দিলু মিয়া। পরদিন বিকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও ওসি রঞ্জন কুমার সামন্ত সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহত পুলিশ সদস্যরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজন দাঙ্গাবাজকে আটক করে।
Leave a Reply