হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে মৎস্যজীবী সমবায় সমিতির টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনুছ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
এসময় মারত আলী, মস্তুফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া ও ইমন মিয়াসহ কয়েকজন আহত হন।
উপজেলার পুকড়া গ্রামে মন্নর আলী ও আব্দুল বারিকের সঙ্গে একই গ্রামের মারত আলীর একটি মৎস্যজীবী সমবায় সমিতির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে মন্নর আলী ও মারত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারারো অস্ত্রের আঘাতে ইউনুছ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply