হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়ইউড়ি গ্রামে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তানভির মিয়াকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, শনিবার সন্ধ্যারাতে তাকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বড়ইউড়ি গ্রামের মমতাজ মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মোহাম্মদ আলীর বিরোধ চলছিল। এর জের ধরে মোহাম্মদ আলী বিভিন্ন সময় মমতাজ মিয়ার উপর নানা ধরনের নির্যাতন চালায়। এছাড়া কিছুদিন আগে মমতাজ মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে মারপিট করে ভিডিওতে তা ধারণ করা হয়। সেই ভিডিওচিত্র মমতাজ মিয়ার বিদেশে থাকা স্বজনদের কাছেও পাঠায় মোহাম্মদ আলী। ফলশ্রুতিতে দুই পক্ষের লোকজন শনিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু সন্ধ্যারাতে মমতাজ মিয়ার ছেলে সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র তানভির মিয়াকে বাড়ির পাশে পুকুরপাড়ে একা পেয়ে মোহাম্মদ আলী ও তার পক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে সন্ধ্যারাতে তানভির মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
Leave a Reply