হবিগঞ্জ প্রতিনিধি : খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ইসলামের বিধান হচ্ছে মানুষকে ভালবাসা। ইসলামের সঙ্গে যাদের দুশমনি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যতই বাঁধা আসুক না কেনো কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে।
বুধবার বিকেলে বানিয়াচং উপজেলা সদরে শহিদমিনার প্রাঙ্গণে খেলাফত মজলিস উপজেলা শাখা আয়োজিত উলামা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, যুগ্মমহাসচিব এ বি এম সিরাজুল মামুন, সিলেট জেলা সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, সিলেটের সহকারী জোন পরিচালক প্রভাষক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ নূরী চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো ছারোয়ার রহমান চৌধুরী, দলীয় নেতা মাওলানা আ শ ম নজরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, শাহ মাওলানা খলিল আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রিয়াদ আল আসাদ ও মাওলানা বদরুল আলম আনছারী।
Leave a Reply