বানিয়াচং প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
একই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষক ছানাউল হকের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার-ভূমি নূর-এ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, ইউপি সদস্য ধন মিয়া, সাহেদ মিয়া, সুমন আখনজি ও মাহমুদ আখনজি।
Leave a Reply