হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ সংক্রমণ রোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বানিয়াচংয়ে ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত ও ‘করোনা’ আক্রান্তদের পরিবার লকডাউনে রাখা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছে পুলিশ; কিন্তু ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন।
পুলিশ সুপার আরো বলেন, ‘করোনা’ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। এঅবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।
Leave a Reply