হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদ মেম্বার ময়না মিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিনগত রাতে উপজেলা সদরের যাত্রাপাশা এলাকায় বাড়ির পাশে পুকুরপাড় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়ার ক্ষতবিক্ষত দেহ বাড়ির লোকজন পুকুরপাড়ে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক ঘটনাস্থলে পোঁছে ময়না মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারও ঘটনাস্থলে যান। এ হত্যাকাণ্ডে বিক্ষুব্ধ জনতা শনিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে ময়না মিয়াকে হত্যা করা হয়েছে।
Leave a Reply