হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে এক মাদরাসা ছাত্র হত্যার জট খুলে দিলো একটি চাবি। এর সূত্র ধরেই পুলিশ উদ্ঘাটন করলো রহস্য। আটক করলো হতভাগ্য শিশুর্টি তিন সহপাঠীকে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকারও করে নিলো। অতঃপর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর বিকেলে উপজেলার মক্রমপুর হাফিজিয়া এতিমখানা মাদরাসার পাশের জলাশয় থেকে আকরাম খান (৯) নামের এক ছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নামে।
এক পর্যায়ে পুলিশ জানতে পারে, আকরাম খানের কাছে একটি চাবি ছিল, যা দিয়ে অন্যদের ট্রাংকের তালা খোলা যায়। তাই মাদরাসায় কারো কিছু চুরি হলেই তাকে সন্দেহ করতো সবাই। বিষয়টি আমলে নিয়ে এ তথ্যের ভিত্তিতেই পুলিশ অগ্রসর হতে থাকে।
পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাদরাসার ছাত্র মক্রমপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে ফখরুল মিয়া (১৬), জুলহাস মিয়ার ছেলে ফয়েজ উদ্দীন (১৩) ও মহিবুর রহমানের ছেলে জাহেদ মিয়াকে (১৫) জিজ্ঞাসাবাদ শুরু করে। এর এক পর্যায়ে তিনজনেই হত্যার কথা স্বীকার করে।
তারা পুলিশকে জানায়, হত্যাকাণ্ডের কিছুদিন পূর্বে ফখরুল মিয়ার ট্রাংক থেকে দুই দফায় ১১০ টাকা চুরি হয়। এই টাকা খোঁজাখুঁজি করে না পেলেও তারা জানতে পারে, আকরাম খানের নিকট একটি চাবি আছে, যা দিয়ে অন্যান্য ট্রাংকের তালা খোলা যায়।
তাদের সন্দেহ হয় আকরাম খানই টাকা চুরি করেছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে উঠে আকরাম খানকে সুযোগ মতো শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে।
প্রতিদিনের ন্যায় আকরাম খানসহ অন্য শিশুরা ঘটনার দিন ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে. কোরআন তেলাওয়াৎ করে ও পড়াশুনা শেষে নাস্তা খেয়ে সকাল ১০টায় এতিমখানার বোর্ডিংয়ে ঘুমিয়ে পড়ে। ফখরুল মিয়া, ফয়েজ উদ্দীন ও জাহেদ মিয়া প্রতিদিন ফজরের নামাজের আগে মাদরাসায় আসে এবং এশার নামাজের পর নিজেদের বাড়িতে চলে যায়।
মাদরাসার রুটিন অনুযায়ী সকাল ১০টায় মসজিদের ভেতর সবাই ঘুমিয়ে পড়লেও তারা ঘুমানোর ভান করে আকরাম খানকে শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে থাকে। সকাল ১১টার দিকে আকরাম খান ঘুম থেকে উঠে বাথরুমে যায়। তখন তারাও যায় বাথরুমে। এরপর ফখরুল মিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকরাম খানের সঙ্গে কথা বলে বলে তাকে মাদরাসা সংলগ্ন জলাশয়ের কাছে নিয়ে যায়। সেখানে তারা তাকে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তিন জন মিলে তাকে মাটিতে ফেলে দুই হাত ও দুই পা বেঁধে ইট দিয়ে আঘাত করে। এতেও আকরাম খানের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত না হওয়ায় তাকে জলাশয়ের পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মরদেহ ফেলে দিয়ে চুপিসারে মসজিদে এসে ঘুমানোর ভান করে শুয়ে থাকে।
পরবর্তী সময়ে আকরাম খানকে খোঁজাখুঁজি শুরু হলে তারাও তাতে অংশ নেয় এবং হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।
সন্তানের মৃত্যুর খরব পেয়ে পরদিন সৌদিআরব থেকে দেশে ফেরেন আকরাম খানের মা ফুলতারা খাতুন। তিনি সন্দেহ পোষণ করে জানান, মাদরাসার শিক্ষকও তার সন্তান হত্যায় জড়িত রয়েছেন। তিনি শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
ফুলতারা খাতুন বলেন, তার ছেলে মাদাসা কর্তৃপক্ষের খুব বিশ্বস্ত ছিল। তারা বিশ্বাস করে তার কাছে টাকা পয়সা দিতেন এবং মাদরাসার চাবি দিয়ে রাখতেন। ঘাতকরা তার ছেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছে।
তিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদেরকে খুঁজে বের করার দাবি জানান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, আটক মাদরাসা ছাত্রদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পরে তাদেরকে ঢাকায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
Leave a Reply