বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় ৭০ পিস ইয়াবা ও একটি ডিসকভার মোটর সাইকেল (হবিগঞ্জ ল-১১-১০১৩) সহ জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
সে উপজেলা সদরের দত্তপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে।
বুধবার রাতে গোপন সংবাদে গ্যানিংগঞ্জ বাজারে ইয়াবা বিক্রির খবর জানতে পারে পুলিশ। পরে এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ইয়াবা সহ জাহাঙ্গীর মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে।
তবে আটককৃত মোটর সাইকেলের মালিক উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের প্রবাসী তোতা মিয়ার ছেলে জাবেদ মিয়ার। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া বড়বাজারের লিজা টেলিকমে কাজ করে।
পরে বৃহস্পতিবার সকালে তাকে কোর্টে চালান করা হয়।
Leave a Reply