হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার ও ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের শফিক মিয়ার ছেলে আনিসুর রহমান রাম্মিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। শফিক মিয়া একদিকে বিকাশে ২০ হাজার টাকা মুক্তিপণ পাঠান, অন্যদিকে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। একটি অপহরণ মামলাও দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বানিয়াচং থানার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও ওসি এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কমপ্লেক্সের পার্শ্ববর্তী একটি বাসা থেকে আনিসুর রহমান রাম্মিকে উদ্ধার এবং অপহরণকারী মনির হোসেন, আলমগীর মিয়া, হেলাল মিয়া ও জাহেদ মিয়াকে গ্রেফতার করে। তবে অপর দুই অপহরণকারী হিফজুর ও মশিউর রহমান পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Leave a Reply