হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কালারডোবা হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯টি নৌকা অংশ নেয়। আকষর্ণীয় এ আয়োজন উপভোগ করতে শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে হাজারও দর্শকের ঢল নামে।
উপজেলার আতুকুড়া গ্রামবাসী গত বছরের ধারাবাহিকতায় এবারও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। এতে দারুণ খুশি এলাকার সর্বস্তরের মানুষ। দাবি রাখলেন, এ উদ্যোগ যেন অব্যাহক থাকে।
ভক্সপপ
এবারের প্রতিযোগিতায় বাঘহাতা গ্রামের নৌকা ও রউয়াইল গ্রামের নৌকা যৌথভাবে প্রথম হয়। পরে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন ও রানারআপ। ফলাফলে রউয়াইল গ্রামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন নৌকার মালিককে ১টি ফ্রিজ, রানারআপ নৌকার মালিককে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মালিককে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, এলাকার সংসদ সদস্য আব্দুল মজিদ খান। প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি জানালেন, এ ধরনের আয়োজন মানুষকে নির্মল আনন্দ দেয়।
Leave a Reply