হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বড়আন বিলে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এজন্যে সোমবার সকাল থেকেই আশপাশের গ্রামের কয়েকশ মাছ শিকারী পলো নিয়ে সেখানে হাজির হন।
কয়েক যুগ ধরে সৌখিন মাছ শিকারীদের এ পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে আতুকুড়া গ্রামে। হাওরের পানি কমতে শুরু করলে আতুকুড়া, সুবিদপুর, মিঠাপুর, দরওয়া, মেওতুল, নাগুরা ও সুনারুসহ আশপাশের গ্রামের মুরব্বিরা বসে এর তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে লোকজন পলো, জাল, দড়ি ও মাছ শিকারের অন্যান্য উপকরণ নিয়ে বড়আন বিলে হাজির হন। পুরো এলাকা জুড়ে তখন অন্যরকম এক পরিবেশ জেগে উঠে। এবারো এর ব্যতিক্রম হয়নি।
এছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাকি জাল, ফেলুন ইত্যাদি দিয়েও মাছ ধরা হয়।
Leave a Reply