বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে সফিকুল ইসলাম উজ্জ্বল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে আতুকুড়া গ্রামবাসী আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় শায়েস্তাগঞ্জের কলিমনগর ফুটবল একাডেমি ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর তরুণ ক্রীড়া চক্র। টান টান উত্তেজনাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৪ গোলে আনোয়ারপুর তরুণ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়াড় কাজল আখনজীর সভাপতিত্বে ও আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, বানিয়াচং উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক আমিরুল ইসলাম আখঞ্জী ও হবিগঞ্জ ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল আনোয়ারপুর তরুণ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার মিজানুর রহমানের হাতে রিপ্লেকা ও রানার্সআপ দল শায়েস্তাগঞ্জের কলিমনগর ফুটবল একাডেমির অধিনায়ক শামীম আহমেদের হাতে একটি রঙিন টেলিভিশন তুলে দেওয়া হয়।
কয়েক হাজার দর্শক এই টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন।