বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে মৎস্যচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি (৪ মাঘ) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালা শুরুর আগে আশার বানিয়াচং অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো ওয়াহেদুর রহমান মজুমদার, বানিয়াচং উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, আশার হবিগঞ্জ জেলা ডিএম পুন্দেন্দু গোস্বামী, সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার আব্দুল মোছাব্বির, মিথুন কান্তি দেব ও হেলথ সেন্টার ইনচার্জ ডা আশিকুর রহমান।
কর্মশালায় ৩০ জন মৎস্যচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
Leave a Reply