বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফের সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
রবিবার বিকালে চেম্বার সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত সচিব বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণশক্তি। তারা রাজস্ব প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন। তাই তাদের প্রতি সরকার সবসময় আন্তরিক রয়েছে।
তিনি তামাবিল স্থলবন্দরের পোর্ট চার্জ কমানো এবং আমদানি-রফতানি বাণিজ্যে বিরাজমান ব্যাংকিং সংক্রান্ত সমস্যাবলী নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও তিনি সিলেটের ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যাবলী লিখিতভাবে মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার এ আঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও আমদানি-রফতানি বাণিজ্যের প্রসারে কাজ করে যাচ্ছে।
তিনি সম্প্রতি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু তামাবিল স্থলবন্দরে অতিরিক্ত পোর্ট চার্জ গ্রহণের বিষয়টি তুলে ধরে আমদানি-রফতানিকারকদের কথা বিবেচনা করে তা সর্বনিম্ন হারে নির্ধারণের ব্যাপারে অতিরিক্ত সচিবের সহযোগিতা কামনা করেন।
চেম্বার সভাপতি সিলেট চেম্বার নেতৃবৃন্দের জন্য সচিবালয়ের স্থায়ী পাস ইস্যুর ব্যাপারেও অতিরিক্ত সচিবের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি শাহ আলম, সদস্য মঞ্জুর আহমদ, সরওয়ার হোসেন সেদু ও ইলিয়াছুর রহমান লিপু। আরো উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মো সাহিদুর রহমান, মো ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, মুজিবুর রহমান মিন্টু, সদস্য লিয়াকত আলী, রাজু চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান, মো আবুল কালাম, মো আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply