দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর উদ্যোগে দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সিংয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। যোগ দেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি, এফবিসিসিআইর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও অন্যান্য চেম্বার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।
এরকম পরিস্থিতিতে তিনি ব্যবসায়ীদের স্বার্থে ও প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, সর্বাগ্রে দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির প্রতি লক্ষ্য রাখতে হবে।
তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে এফবিসিসিআইর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply