নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত রার্ষিকী সোমবার। প্রতিবছরের মতো পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে জাতি পালন করবে। শ্রদ্ধায় নত হবে হাজার বছরের আরাধ্য পুরুষের স্মৃতির প্রতি। একই সঙ্গে সেই কালরাতের সকল শহীদকে স্মরণ আর ঘাতকদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করবে।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটসহ সারাদেশে ব্যাপক কর্মসূচি পালিত হবে।
সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও সকাল সাড়ে ১০ টায় কবি নজরুল অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতির জীবন ও কর্মের উপর আলোচনা সভা। এছাড়াও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দোয়া মাহফিল এবং চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।
Leave a Reply