নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে বাঙালি চেনতাকে আরও শাণিত করার অঙ্গীকারে সারাদেশে বর্ণিল আয়োজনে শুভ নববর্ষ উদযাপিত হচ্ছে।
বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দুই বছর ঘরবন্দি জীবন থেকে মুক্ত হওয়া জাতি বাংলা নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখে প্রাণের উৎসবে মেতে উঠে। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ায় ছিল রোদ-বৃষ্টির খেলা। প্রকৃতিও যে আনন্দযজ্ঞে যোগ দিয়েছিল।
সিলেটে সকালে ঠিক গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণির-সকল পেশার উচ্ছ্বল প্রাণ মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা, যা মহানগরীর নাগরী চত্বর তালতলা, মির্জাজাঙ্গাল ও লামবাজার হয়ে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মুক্তপ্রাঙ্গণে প্রথমে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু। সঞ্চালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
আলোচনা সভা শেষে গানে ও নৃত্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply