সিলেট জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাঙালির নিজস্ব আবাসভূমি বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাই বাঙালি ও বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু একাত্ম হয়ে আছেন।
শুক্রবার দুপুরে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমুনারা খানুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।
পরে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply