সাংস্কৃতিক প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ বলেছেন, বাঙালির সাংস্কৃতিক জাগরণে সিলেট অঞ্চলের ভূমিকা অনন্য। বাংলা লোকসংস্কৃতিতে এ অঞ্চলের অনেক বড় অবদান রয়েছে। বিশেষ করে ভাটি এলাকার বাউলদের ভূমিকা অতুলনীয়। শাহ আব্দুল করিম ও দুর্বীণ শাহর মতো বাউলরা ছিলেন রাজনীতি সচেতন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পার্শ্ববর্তী ময়মনসিংহ অঞ্চলের লোকসংস্কৃতির সঙ্গে এ অঞ্চলের লোকসংস্কৃতির আত্মিক সম্পর্কে রয়েছে।
শুক্রবার, ৩১ মার্চ বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নাট্য জগতকে জাগিয়ে রেখেছে। অনুসরণীয় হয়ে উঠেছে অন্যান্য জেলার সামনে। সিলেটে সুষ্ঠু সংস্কৃতিচর্চার স্বার্থে আগামী অর্থবছরে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
তিনি ১০ লাখ অনুদান দেওয়ার ঘোষণা দেন। বাস্তবায়নের আশ্বাস দেন সিলেট সিটি করপোরেশনের দাখিলকৃত সাংস্কৃতিক উন্নয়ন পরিকল্পনা। এছাড়া কবি নজরুল অডিটোরিয়াম সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর প্রস্তাব অনুযায়ী একটি সমঝোতা স্মারকের মাধ্যমে সিসিককে দিয়ে দিতে জেলা প্রশাসককে পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক অর্ধেন্দু কৃমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন সভাপতি রজত কান্তি গুপ্ত, সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। মঞ্চে আরও ছিলেন পরিচালক অনুপ কুমার দেব। সঞ্চালনায় ছিলেন নাজমা পারভীন।
বিশেষ অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে সংস্কৃতিচর্চার বিকাশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেকদিন আগে একটি পরিকল্পনা দাখিল করা হলেও এখন পর্যন্ত তা অনুমোদন করা হয়নি।
এ পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়নে তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মো মজিবর রহমান নাটকের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার আহবান জানান।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা বলেন, সংস্কৃতির শত্রুরা বসে নেই। তাই চোখ-কান খোলা রাখতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল সিলেটের নাট্য আন্দোলন ও সংস্কৃতির অগ্রযাত্রায় পাশে থাকার ঘোষণা দেন।
Leave a Reply