বরেণ্য সাংবাদিক ও লেখক আবেদ খান বলেছেন, যুগ যুগান্তর থেকে মানুষের মুক্তি আর সংগ্রামের অমরগাথা ধারণ করে যাচ্ছে বই। বই ইতিহাসের অমূল্য দলিল। বইয়ের পাতা মলিন হতে পারে; কিন্তু ইতিহাস কখনো মলিন হয়না। বই চিন্তার বাতিঘর আর মুক্তিযুদ্ধ এ জাতির অহংকারের অন্য নাম। বাঙালির মুক্তিযুদ্ধ দ্রোহ আর বীরত্বের এক অবিনাশী সংলাপ।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবেদ খান বলেন, ‘বই পড়ে হৃদয়ের দারিদ্র দূর করা যায়। একাত্তরে আমরা যে মশাল জ্বালিয়েছিলাম তা নতুন প্রজন্মকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সচেতন কোনো তরুণ কখনো দেশ বিরোধী কাজে লিপ্ত হতে পারে না। জ্ঞান-নীতি আর প্রজ্ঞার সমন্বয়ে প্রতিটি ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দিতে হবে।’
তিনি বলেন, সোনার বাংলার প্রতিটি স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে তরুণদের হতে হবে খাঁটি মানুষ। জঙ্গি, সন্ত্রাস ও উগ্রবাদ কখনো তরুণদের পথ হতে পারে না-তরুণদের আরাধ্য হবে জ্ঞান ও নন্দনের পথ। একাত্তরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের হতে হবে সাহসের মশাল। মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার মাধ্যমে আশ্বস্থ করে নিতে হবে প্রতিবাদের ভাষা।
জেলা পরিষদ মিলনায়তনে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, রাজনীতিবিদ লোকমান আহমদ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানের শুরুতে ইনোভেটরের সংগঠক সুবিনয় আচার্য্য রাজু, আশরাফুল ইসলাম অনি ও শাওন আহমদের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জান্নাতুল নাজনিন আশার উপস্থাপনায় উৎসব আয়োজনের নানাদিক তুলে ধরেন বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা প্রণবকান্তি দেব। এরপর বক্তব্য রাখেন কবি তুষার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা চৌধুরী, ড স্নেহাংশু শেখর চন্দ্র, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, লায়ন মেহেদী কাবুল ও ইনোভেটরের সমন্বয়ক প্রভাষক সুমন রায়। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ফরাহানা আহমেদ সুহা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো তানভীর হোসাইন।
সবশেষে বইপড়া উৎসবের পুরস্কার বিজয়ী স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ পাঠক আদৃতা দেওয়ানজী, সেরা পাঠক মো তানভীর হোসাইন, প্রেরণা রানী দত্ত, বিশেষ পাঠক শ্রুতি চন্দ, তানিশা আনজুম, সুমাইয়া আক্তার ও এশীতা রানী নাথ এবং বিশ্ববিদ্যালয়/কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ পাঠক মো নিজামুর রহমান, সেরা পাঠক ফারহানা আহমেদ সুহা, মো নিহাম মতিন, বিশেষ পাঠক শ্রাবণী দেব রায়, মাহবুব আহমদ রবিন ও ইশরাত সুলতানা নওরিনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এছাড়া পরীক্ষায় অংশ নেয়া সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র ও উৎসব স্মারক তুলে দেয়া হয়েছে।
Leave a Reply