নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাঙালিরা কখনও কিছুতে পিছপা হয়না। একাত্তরে জাতির পিতার নেতৃত্বে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এ জাতি রক্তে লেখা সংবিধান সমুন্নত রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যাবে। আর কোন অপশক্তি এই দুর্বার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা।
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রীয় চার স্তম্ভের উপর ভিত্তি করে, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করে রচিত এমন সংবিধানের উদারণ আর কোথাও নেই।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর আন্তরিকতার জন্যে সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোন নাগরিক ভূমিহীন-গৃহহীন থাকবেনা। জাতির পিতা নিজেই সে লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সেই লক্ষ্য পূরণ হচ্ছে।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অন্য দেশ থেকে ধার করে এনে নয়, বঙ্গবন্ধু নিজস্ব চিন্তা-ভাবনা থেকেই দেশে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। সঞ্চালনা ও তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল বলেই বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। এর ভিত্তি পবিত্র সংবিধান, যা জাতির আশা-আকাঙ্ক্ষর প্রতীক হয়ে মাত্র নয় মাসে প্রণীত হয়েছিল।
তিনি বলেন, বাবার মতো দেশকে ভালবাসেন বলেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রের কল্যাণে সংবিধানে সংশোধনী-সংযোজনীএসেছে। তবে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা পেয়েছিল বলেই বাঙালি জাতি যেমনি মাত্র নয় মাসে দেশ স্বাধীন করতে পেরেছিল তেমনি নয় মাসে বিশ্বসেরা সংবিধানও পেয়ে যায়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা বলেন, সদ্য স্বাধীন একটি দেশে এত অল্পসময়ে সংবিধান প্রণয়নে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশে সংবিধান সুস্পষ্টভাবে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা আছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, ১৯৭২ সালে বাংলাদেশে যে অবস্থা ছিল তাতে সংবিধান রচনা ছিল অনেকের কাছে অসম্ভব ব্যাপার; কিন্তু জাতির পিতার আগ্রহ আর গণপরিষদ সদস্যদের কর্তব্যনিষ্ঠা অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল।
আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জাতীয় সংবিধান দিবস পালনের সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
তথ্যচিত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত বাংলাদেশের সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর আগ্রহ, দিকনির্দেশনা ও প্রণয়ন পক্রিয়াসহ ঐতিহাসিক ঘটনাবলী ও ইতিহাসের অনেক তথ্য তুলে ধরেন।
Leave a Reply