সাংস্কৃতিক প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইতে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলার উজানধল গ্রামে বাউল সম্রাটের বাড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি কালনী পাড়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেন অভাব-অনটন আর দুঃখ-দারিদ্রের কষাঘাতে। লেখাপড়ারও সুযোগ পাননি; কিন্তু তার যেমনি ছিল দরদী কণ্ঠ তেমনি কথা ও সুর সৃষ্টির অসাধারণ ক্ষমতা। তাইতো বাউল সাম্রাজ্যে হয়ে উঠেন তিনি মুকুটহীন সম্রাট। লাভ করেন খ্যাতি। অর্জন করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’।
শাহ আব্দুল করিম ছিলেন রাজনীতি সচেতন বাউল। লাভ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতাদের সান্নিধ্য। বাংলাদেশের মানুষ ছিল তার গানের অন্যতম প্রধান উপাদান। তাইতো তিনি এ দেশের প্রতিটি মানবমনে চিরস্মরণীয় হয়ে আছেন।
২০০৯ সালে এই মরমী সাধকের জীবনাবসান হয়।
Leave a Reply