বাউলশিল্পী মনিমালা সরকারের উপর ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী আমিন খান ও তার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদমিনারের সামনে মানববন্ধন করা হয়েছে।
সংগঠনের সভাপতি ফকির তোফাজ্জল ভান্ডারীর সভাপতিত্বে ও বাউলশিল্পী কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক বাউল ভাসানী বারিকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, বাউল আবুল কাশেম সরকার, বাউল বিরহী কালা, বাউল পথিক রাজু, মো কয়েছ আহম্মদ দুলাল, বাউল সূর্য্যলাল দাস, ফকির মাহবুবা, যন্ত্রশিল্পী মোশাররফ হোসেন রাশেদ, এম এ নূর, আরশ আলী, গীতিকার আলাউদ্দিন, কণ্ঠশিল্পী খূশি নুরী, বাউল মাহমুদা আক্তার, বাউল সেপু সরকার, জালালী শামীমা, বাউল মাছুমা আক্তার, বাউল বশির উদ্দিন, ফিরোজ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দিনদুপুরে বাউলশিল্পী মনিমালার উপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
মানববন্ধনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, ৫ মে বৃহস্পতিবার সকালে পূর্ববিরোধের জের হিসেবে পরিকল্পিত ভাবে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভালুকার বাঁশিল গ্রামে মনিমালার বাড়িতে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনিমালার স্বামী নূহু মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply