সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, একান্ন বছর আগে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। উদযাপন করতে পারছি বিজয় দিবস। এ দিনটি বাঙালির অনুপ্রেরণা। প্রতিবছর মহান বিজয় দিবস জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।
তিনি আরও বলেছেন, বাংলার মাটিতে পাকিস্তান প্রেমীদের ঠাঁই হতে পারে না। মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নজর রাখতে হবে বিএনপি-জামায়াতের দিকে। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না।
মাসুক উদ্দিন আহমদ বলেন, বিএনপি বলেছিল, ১০ ডিসেম্বর পরে আওয়ামী লীগ পালিয়ে যাবে; কিন্তু মুজিবাদর্শের একজন সৈনিকও পালায়নি-রাজপথেই আছে এবং রাজপথেই থাকবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে মহানগরীর তালতলায় গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, সহসভাপতি মো সানাওর, যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, কার্যনির্বাহী সদস্য রোকসানা পারভীন ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রব হাজারী।
অধ্যাপক মো জাকির হোসেন বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানরা মুনাফেকি করেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান ‘জয়বাংলা’কে নির্বাসিত করেন। প্রহসনের বিচারের নামে হত্যা করেন শত শত বীর মুক্তিযোদ্ধাকে। সুতরাং স্বাধীনতা বিরোধী এই মুনাফেক দল ও দলের নেতাকে বিশ্বাস করা যায় না।
এছাড়াও সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply