ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালুর দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার সিলেটের সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়ের কাছেও স্মারকলিপি দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গঠিত কমিটি এ বছরের ৩১ জানুয়ারি তারিখের সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট বিষয়ে অতীতে গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সটি জরুরি ভিত্তিতে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
সিলেটে স্মারকরিপি প্রদানকালে সংগঠনের সিলেট বিভাগ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply