লন্ডন প্রতিনিধি : বাংলাদেশ হাই কমিশন প্রবর্তিত ‘আমার জন্মভূমি’ প্রকল্পের আওতায় সরকারি উদ্যোগে বাংলাদেশ যাচ্ছেন সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী ও বাংলাটিভির হেড অব নিউজ মিল্টন রহমান। এই দুই সাংবাদিক হলেন প্রথম নির্বাচিত দুই যাত্রী যাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘আমার জন্মভূমি’ প্রকল্প যাত্রা শুরু করলো।
মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বাংলাদেশে যাওয়ার টিকেট তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির, ‘আমার জন্মভূমি’ প্রকল্পের পৃষ্ঠপোষক আইপিই গ্রুপের পোর্টফোলিও ম্যানেজার সালমান চৌধুরী, একিউজিশন সার্ভেয়ার চৌধুরী ইরফান ও হাই কমিশনের কর্মকর্তা (প্রেস) ওয়াহেদুর রশিদ।
‘আমার জন্মভূমি’ প্রকল্পের আমন্ত্রিত দুই সাংবাদিক মিলটন রহমান ও সাঈম চৌধুরী বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। এছাড়া জাতীয় প্রেসক্লাব থেকে তাদেরকে সম্মাননা দেয়া হবে। তারা সিলেট ও কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। ১০ই ডিসেম্বর তারা বাংলাদেশে যাবেন।
ব্রিটেনে বাংলাদেশী সংবাদকর্মীদের সম্মানে ‘আমার জন্মভূমি’ নামের প্রকল্পটি গ্রহণ করে হাই কমিশনের প্রেস উইং। প্রেস মিনিস্টার নাদীম কাদির হলেন এর প্রধান উদ্যোক্তা। তিনি লন্ডনে হাই কমিশনের প্রেস উইংয়ের দায়িত্ব গ্রহণের পর ব্রিটিশ বাংলাদেশী সংবাদকর্মী যারা প্রবাসে দেশের খবর পৌঁছে দিচ্ছেন তাদের জন্য সরকারি উদ্যোগে কিছু করার তাগিদ অনুভব করেন। এই সময়ে তিনি ব্রিটেনে বাংলা মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জানতে পারেন, ব্রিটেনে সাতটি বাংলাদেশী টিভি চ্যানেল ও ডজন খানেক সাপ্তাহিক পত্রিকা এবং বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি রয়েছেন। তারা যেভাবে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের সাথে বাংলাদেশের পরিচয় করিয়ে দিচ্ছেন, সে তুলনায় বাংলাদেশ সরকারের তরফ থেকে সংবাদমাধ্যম কর্মীদের তেমন মূল্যায়ন করা হয়না।
বিষয়টি নিয়ে নাদীম কাদির প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য সচিব মর্তুজা আহমেদের সাথে যোগাযোগ করেন এবং ‘আমার জন্মভূমি’ প্রকল্পের প্রস্তাব দেন।
পরে ‘আমার জন্মভূমি’ প্রকল্পের বিষয়ে নীতিগত অনুমোদনের কথা জানান। সিদ্ধান্ত হয় এ প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী দুই জন ওয়ার্কিং জার্নালিস্ট প্রতি বছর ব্রিটেন থেকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত হবেন।
Leave a Reply