বাংলাদেশ সেন্টার লন্ডনের কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির অভিষেক, সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের মেইন হলে লন্ডনের বিভিন্ন বারায় নির্বাচিত বাঙালি মেয়র, ডেপুটি মেয়র, স্পিকার, ডেপুটি স্পিকার ও কাউন্সিলার সহ চেলসি অ্যান্ড কেনসিংটন বারার মেয়রকে এ সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। বক্তব্য রাখেন রয়েল বারা অব কেনসিংটন অ্যান্ড চেলসির মেয়র কাউন্সিলার এলিজাবেথ রাদারফোরড, কেমডেন বারার মেয়র কাউন্সিলার নাদিয়া শাহ, ব্রেন্ট বারার মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদ, টাওয়ার হ্যামলেটস বারার ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, স্পিকার কাউন্সিলার খালিস আহমেদ, ডেপুটি স্পিকার সাবিনা আক্তার, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার শাহ আলম, রয়েল বারা অব কেনসিংটন অ্যান্ড চেলসির কাউন্সিলার বারবারা কেমবেল, রয়েল বারা অব উইন্ডসর অ্যান্ড মেইডেনহেডের কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, ব্রেন্ট বারার কাউন্সিলার সাবিনা খান, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সায়েম আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি নবাব উদ্দিন, টাওয়ার হ্যামলেটস বারার সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক কাউন্সিলার আবদাল উল্লাহ, সাবেক কাউন্সিলার সাহিদ আলী, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানূর খান, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ডা আলাউদ্দিন আহমদ, মানিক মিয়া, আব্দুল মতলিব, জাহাঙ্গীর খান, সালিক আহমদ, বেগম মামুন রহমান, মুক্তিযাদ্ধা আলী হোসেন, আবদুল কাদির ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু।
শেষে বাংলাদেশ সেন্টারের সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক শওকত মাহমুদ টিপুর উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন লাবনি বড়ুয়া, জান্নাতি কাওসারি, কাউন্সিলার আমিনুর খান, আব্দুস সালিক ও ইমাদুল হাই ভূঁইয়া। নৃত্য পরিবেশন করেন নুইয়ান রাদিয়া ও আজমাইন জারিফ।
Leave a Reply