বাংলাদেশ সেন্টার লন্ডনের ব্যবস্থাপনা পরিষদের জরুরি সভা রবিবার প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাফিজ মজির উদ্দিন, খন্দকার ফরিদ উদ্দিন, মুহিবুর রহমান, শাহনূর খান ও জালাল হোসেন খান, চিফ ট্রেজারার মো সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও ফয়সল আহমদ, যুগ্ম ট্রেজারার খন্দকার মহিউদ্দিন ও মামুন রশীদ, নির্বাহী সদস্য কবির উদ্দিন, একেএম ফজলুল হক, আশরাফ উদ্দিন, দিলওয়ার হোসেন, আক্তার আলী, জাহাঙ্গীর খান, আলী আহমেদ বেবুল, শওকত মাহমুদ টিপু, কামরুল হোসেন মুন্না, শিব্বির আহমদ ও জাকির হোসেন।
জরুরি সভায় উপদেষ্টা পরিষদের সদস্য আতিকুর রহমান খান (আনা মিয়া) ও বাংলাদেশ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
জরুরি সভার শুরুতে পশ্চিম লন্ডনের গ্রিনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী পরিবার সহ যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। আহতদের আশু সুস্থতাও কামনা করা হয়।
এছাড়া বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্য ও ব্যবস্থাপনা পরিষদের সদস্য মানিক মিয়রে আশু সুস্থতা কামনা করা হয়।
জরুরি সভায় ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভুত তিন কন্যা রুশনারা আলী, ড রুপা হক ও টিউলিপ সিদ্দিক আবারও এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কেনসিংটন আসনের নব নির্বাচিত লেবার পার্টির সাংসদ এমা ডেন্ট কোডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে বাংলাদেশ সেন্টারের একটি প্রতিনিধি দল গ্রিনফেল টাওয়ার এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply