সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। অতীত কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগ কাজ করতে হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মোগলাবাজারের পূর্ণখলা সার্বজনীন পূজামণ্ডপে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলাকার মুরব্বি প্রভাত চন্দ্র দাসের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দন পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, সিলেট মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুনু মিয়া। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পংকজ দেব, শংকরী, অপু চক্রবর্ত্তী, সবুজ কুমার বিম্বাস।
Leave a Reply