হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির আস্তানা হতে পারেনা।
বুধবার, ৬ সেপ্টেম্বর দুপুর ২টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘুঙ্গিয়ারগাঁও বাজার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ধর্ম যার যার; কিন্তু প্রতিটি উৎসবে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি পরিচয়ে সবাই একাত্ম হই।
তিনি উল্লেখ করেন, জাতির পিতার নেতৃত্বে এ দেশের হিন্দু, মুসলিম ,বৌদ্ধ, খ্রিস্টান সকলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে প্রমাণ করে দিয়েছেন, এদেশ হবে অসাম্প্রদায়িক। মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা এখানে গড়ে উঠবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সভাপতিত্বে ও শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও অমিতা রানী দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে সড়কপথে এসে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে আইজিপি স্পিডবোটে নিজ গ্রাম শাল্লা উপজেলার শ্রীহাইল হয়ে উপজেলা সদরে আসেন।
এর আগে বাংলাদেশ পুলিশের প্রধান নবনির্মিত শাল্লা থানা মসজিদ উদ্বোধন ও শাল্লা থানা পরিদর্শন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন।
সবশেষে তিনি অবার শ্রীহাইলে যান। সেখানে স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করে শাল্লা ত্যাগ করেন।
Leave a Reply