লন্ডন প্রতিনিধি : ‘নাদিম কাদির লন্ডনে মিনিস্টার প্রেস হিসেবে দায়িত্ব পালনকালে দক্ষতার পরিচয় দিয়েছেন।’
যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত লন্ডনে বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদিরের বিদায় সবংর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নাদিম কাদির লন্ডনের বাংলা মিডিয়া ও ব্রিটেনের বাঙালি কমিউনিটির সাথে বাংলাদেশ মিশনের সম্পর্ক গভীর করেছেন, ব্রিটেনের মূলধারার মিডিয়ায় লেখনির মাধ্যমে বাংলাদেশের ইতবাচক দিকগুলো সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ব্রিটিশ পত্রপত্রিকায় তুলে ধরেছেন, যা এর আগে হয়নি।
বিদায় সবংর্ধনা অনুষ্ঠানে আরো বলা হয়, অনেক বিদেশী আছেন যারা স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের কারণে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছিলেন, নাদিম কাদির সেই ধারণা পাল্টে দিয়েছেন।
বক্তরা উল্লেখ করেন, নাদিম কাদির একজন সফল সাংবাদিক এবং দক্ষ কুটনীতিক। তিনি লন্ডনে থাকলে ব্রিটেনের বাঙালি কমিউনিটি ও দেশ আরো উপকৃত হতো।
বুধবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের আমারগাঁও রেস্তুরায় যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির অনারারি প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জামাল খানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, এটিএন বাংলার প্রেজেন্টার সাংবাদিক উর্মি মজহার, বাংলাটিভির নিউজ এডিটর মিলটন রহমান, আয়োজক সংগঠনের সহকারী সেক্রেটারি স্মৃতি আজাদ, সাংগঠনিক সম্পাদক রুবি হক, কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ, ঘাতক-দালাল নির্মূল কমিটির কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সদস্য বাতিরুল হক সরদার, সদস্য বাছিরুল হক, সাংবাদিক হামিদ মোহাম্মদ, কমিউনিটি নেতা শেখ আশরাফুজ্জামান, নারী সংগঠক হোসনেয়ারা মতিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক হেফাজুল করিম রাকিব, গণজাগরণ মঞ্চের সিনথিয়া আরেফিন, শিল্পী গৌরি চৌধুরী, রাইসুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মিঠু আজাদ, তপু আহমেদ, ডালিয়া রহমান, ব্যারিস্টার ফারা, সালমা আক্তার, ফাতেমা নার্গিস, মোসস্তফা কামাল মিলন, সালমা আক্তার প্রমুখ।
নাদিম কাদির বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।
Leave a Reply